29 C
আবহাওয়া
১:৪৭ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৫
Bnanews24.com
Home » বাংলা ব্লকড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট

বাংলা ব্লকড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট


বিএনএ, কুবি: হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষণার প্রতিবাদে ও ২০১৮ সালের কোটা বাতিল করে দেওয়া প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আবারও অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সারাদেশে ‘বাংলা ব্লকড’ কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধে অংশ নেয় শিক্ষার্থীরা। এই অবরোধের ফলে সড়কের দুইপাশে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (৮ জুলাই) দুপুর সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা কুমিল্লা সদর দক্ষিনের কোটবাড়ি অংশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসে সড়ক অবরোধ করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে।

সূত্রমতে জানা যায়, কোটবাড়ি বিশ্বরোড থেকে চট্টগ্রামমুখী সড়কে পদুয়ারবাজার বিশ্বরোড পেরিয়ে ছয় কিলোমিটার এবং ঢাকামুখী সড়কে নাজিরাবাজার পর্যন্ত প্রায় সাত কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।

তাদের আজকের আন্দোলনের একাত্মতা পোষণ করে অংশ নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ, জেলার বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

এসময় তারা ‘লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, আমার সোনার বাংলায়, বৈষ্যমের ঠাই নাই, লেগে ছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে, একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে ইত্যাদি বলে স্লোগান দেন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বলেন, অবরোধের কারনে সড়কের দুইপাশে ৭ থেকে ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আমরা অবরোধকারী শিক্ষার্থীদের সাথে কথা বলছি যাতে তারা দ্রুত অবরোধ সরিয়ে ফেলে।

উল্লেখ্য, এর আগে গত ৪ এবং ৭ জুলাই ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পর্যায়ক্রমে তিন ঘন্টা ও চার ঘন্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

বিএনএ/কুবি/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ডাকাত সর্দারের আস্তানায় মিলল থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা দিলেন চসিক মেয়র ইয়েমেনের তেলবন্দরে আমেরিকার বিমান হামলায় নিহত ৩৮ সাংবাদিক নেতৃবৃন্দের বিরুদ্ধে আপত্তিকর ব্যনার টাঙায় সিইউজে'র উদ্বেগ-নিন্দা সরকারের সংস্কার কাজে সমর্থন জানালো যুক্তরাষ্ট্র কুড়িল-বসুন্ধরা সড়ক বন্ধ থাকবে ২৯ ঘণ্টা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের হারিয়ে যাওয়া ২৫১ মোবাইল উদ্ধার করল ডিএমপি