21 C
আবহাওয়া
১১:৩৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চন্দনাইশে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

চন্দনাইশে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দুর্ঘটনা

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল চালকের নাম আরিফুল ইসলাম (১৮)। সে নোয়াখালী জেলার পূর্ব এওজবালিয়া এলাকার মোঃ আব্দুর রবের ছেলে।

সোমবার (৮ জুলাই) ভোর সাড়ে ৪ টার সময় উপজেলার দোহাজারী দেওয়ানহাট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আহসানুল্লাহ বলেন, দোহাজারী দেওয়ানহাট মোড় পাকা রাস্তার উপর ট্রাক ও মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ ইরফান জানান ভোরে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে আরিফ নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ঘটনার পর ট্রাকটি পুলিশ আটক করে। পরে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিএনএনিউজ/নাবিদ, ওজি/ হাসনা


শিরোনাম বিএনএ