19 C
আবহাওয়া
১:৩২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ১৪ মামলার আসামি ফরিদ ডাকাত গ্রেফতার

চট্টগ্রামে ১৪ মামলার আসামি ফরিদ ডাকাত গ্রেফতার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী থেকে ১৪ মামলার ওয়ারেন্টভুক্ত  আসামী ডাকাত দলের সর্দার  ফরিদ ডাকাত’কে  গ্রেফতার করেছে র‌্যাব-৭। শনিবার (৮ জুলাই) দুপুরে র‌্যাব-৭ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতার ফরিদুল ইসলাম ওরফে ফরিদ ডাকাত চকরিয়া থানার খুটাখালীর নুরুল হুদার ছেলে।

র‌্যাব জানায়, ডাকাতি অস্ত্র এবং হত্যার চেষ্টাসহ ১৪টি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ডাকাত দলের সর্দার ফরিদুল ইসলাম ওরফে ফরিদ ডাকাত চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ গত ৬ জুলাই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে সে নিজেকে বর্ণিত মামলাসমূহের ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী বলে স্বীকার করে। গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ