21 C
আবহাওয়া
৮:১২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ওপেনিং জুটি ভাঙলেন সাকিব

ওপেনিং জুটি ভাঙলেন সাকিব


বিএনএ, চট্টগ্রাম :আফগানিস্তানের  ইব্রাহিম জাদরান আর রহমানুল্লাহ গুরবাজ বেশ শক্ত জুটি গড়েছেন। এ ওপেনিং জুটিতেই আড়াইশ রান পার করেছে তারা। ৩৭তম ওভারে অবশেষে সেই জুটি ভাঙলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ১ উইকেটে ২৫৬ রান।

সিরিজ রক্ষার ম্যাচে টস জিতে আফগানিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন টাইগার দলনেতা লিটন কুমার দাস। টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে আফগানরা । টাইগার বোলারদের শাসন করে যান দুই আফগান ওপেনার। এই দুই ব্যাটার আফগানিস্তানের পক্ষে প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন।

এ ওপেনিং জুটি ভেঙেছেন  সাকিব আল হাসান। ওপেনিং জুটিতে আসে ২৫৬ রান।  গুরবাজ থেমেছেন ১৪৫ রানে। মাত্র ১২৫ বলে খেলা তার এই ইনিংসটি ১৩টি চার ও আটটি ছয়ে সাজানো।

বিএনএ/ ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ