28 C
আবহাওয়া
৬:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » গাইবান্ধায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাইবান্ধায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাস

বিএনএ, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে অন্তত তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বালুয়াবাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই ট্রাকের যাত্রী ছিলেন। তারা হলেন, জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের চকনদী গ্রামের জা‌হিদ (২৫), তার স্ত্রী ঝর্না বেগম (২২) এবং একই এলাকার আব্দুল জোব্বারের ছেলে জহুরুল ইসলাম (৪৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের হেলপার ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পথে নারীসহ আরও দুজন নিহত হন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। এই ঘটনায় আরও অন্তত ২০ জন যাত্রী গুরতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঢাকা যাওয়ার জন্য বাস না পাওয়া অন্তত ৩০ জন যাত্রী নিয়ে ট্রাকটি ঢাকা যাচ্ছিল। যান চলাচল স্বাভাবিক রাখতে দুর্ঘটনার শিকার যানবাহন দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি

তবে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক হেদায়েতুল ইসলাম বলেন, হাসপাতালে নারীসহ দুজনের মরদেহ রয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ