25 C
আবহাওয়া
২:১৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » নির্বাচনকালীন সরকার বিষয়ে আলোচনার সুযোগ নেই : হানিফ

নির্বাচনকালীন সরকার বিষয়ে আলোচনার সুযোগ নেই : হানিফ


বিএনএ, কুষ্টিয়া : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, শুধুমাত্র নির্বাচন বিষয় ছাড়া নির্বাচন কমিশনের সাথে নির্বাচনকালীন সরকার বিষয়ে আলাপের সুযোগ নেই। শুক্রবার (৮ জুলাই) বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসন আয়োজিত ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘অনেক আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সংবিধান। যেকোন মূল্যে এই সংবিধান সমুন্নত রাখতে রাখতে হবে এবং আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে।’

হানিফ আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচন কমিশন কিংবা সরকারের সাথে আলোচনায় বসতে চাই, সেই লক্ষ্যে সরকার ইতিবাচক মনোভাব পোষন করছে।

এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ