26 C
আবহাওয়া
৭:৩১ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » নেত্রকোণায় শিশুদের সাথে মিস ইউনিভার্স

নেত্রকোণায় শিশুদের সাথে মিস ইউনিভার্স

নেত্রকোণায় শিশুদের সাথে মিস ইউনিভার্স

বিএনএ ডেস্ক: নেত্রকোণায় শিশুদের সাথে সময় কাটিয়েছেন মিস ইউনিভার্স-২০১৬ ইরিশ মিতেনার। শিশুদের জীবনমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে বাংলাদেশে এসেছেন তিনি। ওয়ার্ল্ড ভিশনের শুভেচ্ছা দূত হিসেবে চার দিনের সফর করছেন ইরিশ মিতেনার।

শুক্রবার (৮ জুলাই) বিকেলে তিনি নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা উচ্চ বিদ্যালয়ে মাঠে কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন।

সফরের প্রথম দিন ৭ জুলাই নলছাপড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জাতীয় সঙ্গীত ও অ্যাসেম্বলি, ছাত্র-ছাত্রীদের সাথে আড্ডা ও নাচ-গানের একটি ক্লাস উপভোগ করেন। এরপর তিনি ‘আল্ট্রা পুওর গ্রাজুয়েশন’ কর্মসুচীতে অংশ নিয়ে চরম দারিদ্র থেকে উন্নীত একদল নারীর কাছে তাদের অভিজ্ঞতা শোনেন। পরে তিনি একটি মেয়ে শিশু ও তার পরিবার পরিদর্শন করে সেই শিশুর স্পন্সর হিসেব দায়িত্ব নেন।

প্রকল্প পরিদর্শনের দ্বিতীয় দিন ৮ জুলাই সকালে একটি গ্রাম উন্নয়ন দলের সাথে সভা ও নিরাপদ পানি এবং পয়ঃনিষ্কাশন সুবিধা নিয়ে গ্রামবাসীর সাথে আলোচনা করেন মিস ইউনিভার্স ইরিশ মিতেনা। এরপর গ্রামের কমিউনিটি কিচেন বা কমিউনিটি ভিত্তিক রান্না ঘরে শিশুর জন্য পুষ্টিকর খাবার রান্নার কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

শুক্রবার বিকেলে লেঙ্গুরা উচ্চ বিদ্যালয় মাঠে মেয়ে শিশুদের দুইটি দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন। ইরিশ মিতেনা তার স্পন্সরকরা শিশুটিসহ ফুটবল খেলায় অংশ নেন।

বিএনএ/ফেরদৌস আহামেদ বাবুল,  এ আর

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ