17 C
আবহাওয়া
১১:১০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট হামলা

বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট হামলা

বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট হামলা

বিএনএ, বিশ্বডেস্ক :ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে এবার রকেট হামলা হয়েছে। ইরাকের বিভিন্ন সূত্র জানিয়েছে, বুধবার (৭ জুলাই) রাতে মার্কিন দূতাবাস লক্ষ্য করে কয়েকটি কাতিউশা রকেট ছোড়া হয়েছে।
এরপর দূতাবাসে স্থাপিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। কে বা কারা এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়।

ইরাকের নিরাপত্তা বাহিনীর গণমাধ্যম বিভাগ জানিয়েছে, বাগদাদের আল-খাদরা এলাকায় তিনটি কাতিউশা রকেটের সাহায্যে হামলার ঘটনা ঘটেছে।

মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলার কয়েক ঘণ্টা পরই রকেট হামলার ঘটনা ঘটলো। গত মঙ্গলবার ভোররাতে একাধিক ড্রোন মার্কিন দূতাবাসের আকাশে চক্কর দিতে থাকলে সেখানকার সাইরেনগুলো বেজে ওঠে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সেগুলোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় গ্রিনজোনের নিকটবর্তী আল-কাররাদা, আল-জাদরিয়া ও আল-কাদিসিয়া এলাকা থেকে ওই গুলিবর্ষণের শব্দ শোনা যায়।

এদিকে, ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী আরও একটি গাড়ি বহরে হামলা হয়েছে। বসরা-যিকার আন্তর্জাতিক সড়কের পাশে পেতে রাখা বোমায় বিস্ফোরণ ঘটানো হলে গাড়ি বহরটি ক্ষতিগ্রস্ত হয়।

বিএনএনিউজ/ এইচ.এম।
 

Loading


শিরোনাম বিএনএ