24 C
আবহাওয়া
৩:৫৬ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » মোদির নতুন মন্ত্রীসভা

মোদির নতুন মন্ত্রীসভা

মোদির নতুন মন্ত্রীসভা

বিএনএ, ভারত ডেস্ক:  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করেছেন। ৪৩ মন্ত্রী শপথ নিয়েছেন, যাদের মধ্যে ৩৬ জন নতুন করে নিয়োগ পেয়েছেন। এতে ৫২ থেকে বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে মোদির মন্ত্রীর সংখ্যা।বুধবার (৭ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনের দরবার হলে এ শপথ নেন। ২০১৯ সালে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় আসার পরে ৫৩ জনের মন্ত্রিসভা গঠন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন, আইটি ও আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ, আই ও বি মন্ত্রী প্রকাশ জাবেদেকারসহ অন্তত ১২ মন্ত্রী পদত্যাগের ঘোষণা দিয়েছেন।করোনা মহামারি মোকাবিলায় সরকারের লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন হর্ষ বর্ধন।বিগত সময়ে মন্ত্রিত্বের দায়িত্ব পালনের মধ্যে বেশ কিছু বিতর্কেও জড়িয়ে পড়তে দেখা গেছে তাকে।

মোদির মন্ত্রিসভায় ৪ বাঙালি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভায় চার বাঙালি স্থান পেয়েছেন। তারা হলেন- পশ্চিমবঙ্গের চার পার্লামেন্ট সদস্য নিশীথ প্রামাণিক, ডা. সুভাষ সরকার, জন বার্লা ও শান্তনু ঠাকুর।

নতুন মন্ত্রীসভায় ১১নারী

নারী মন্ত্রীর সংখ্যাও বাড়ানো হয়েছে। আগে যেখানে চার জন ছিল, সেখানে সাতজন বাড়িয়ে ১১ নারী রয়েছেন মোদির মন্ত্রিসভায়।

শুধু মন্ত্রিসভায় রদবদল নয়, মন্ত্রীদের দায়িত্বেও বড় রদবদল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রক বদল করা হল একাধিক মন্ত্রীর। নতুন দায়িত্ব পেলেন অনেকে। কারও আবার দায়িত্ব কমল।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে দেওয়া হয়েছে সমবায় মন্ত্রক। ধর্মেন্দ্র প্রধানকে করা হল দেশের নতুন শিক্ষামন্ত্রী। এর আগে পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্বে ছিলেন তিনি। পীযূষ গয়ালকে রেলমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বস্ত্র ও বাণিজ্য মন্ত্রক। নতুন রেল ও তথ্য প্রযুক্তি মন্ত্রী হচ্ছেন অশ্বিনী বৈষ্ণব। বস্ত্রমন্ত্রী ছিলেন স্মৃতি ইরানি। সেই দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী করা হয়েছে।হর্ষ বর্ধন ইস্তফা দেওয়ার পরে দেশের নতুন স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে মনসুখ মাণ্ডব্যকে।

বিএনএনিউজ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ