29 C
আবহাওয়া
৫:৫৮ পূর্বাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » উপকূলবাসীদের জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: অর্থপ্রতিমন্ত্রী

উপকূলবাসীদের জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: অর্থপ্রতিমন্ত্রী


বিএনএ,চট্টগ্রাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেন, বর্ষকাল আসলেই উপকূলীয় এলাকার মানুষের দুর্ভোগের শেষ থাকে না। আমরা উপকূল বাসীর জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতেছি। যে কাজের আপনারা তদরকি করবেন যারা কাজ করবে তাদের সহযোগিতা করবেন। গত কিছুদিন আগেও আমি বেড়িবাঁধ পরিদর্শনে এসেছি। বেড়িবাঁধের বিভিন্ন অংশ অরক্ষিত দেখে নতুন করে মাননীয় প্রধানমন্ত্রী বেড়িবাঁধের অর্থ বরাদ্দ দিয়েছেন।

শনিবার ( ৮ জুন ) বিকাল ৫ টায় রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রায়পুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী তৃণমূল আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন‌ তিনি। এর আগে বঙ্গোপসাগরের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেন।

রায়পুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য  মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ ইসহাক এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য  সৈয়দ নুর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক।

আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এর সাবেক সভাপতি ডা. নাছির উদ্দিন, নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ মান্নান (মান্না), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট চুমকি চৌধুরী, আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন সুজন , চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজন, চাতরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াছিন হিরু, হাইলধর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা মেজবাহ উদ্দিন সোহেল, সাবেক ছাত্র নেতা ম.ফরিদুল কবির ,উপজেলা ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম সোহেল, ছাত্রলীগ নেতা জিয়া উদ্দিন বাবলু, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের ‌ প্রমুখ।

বিএনএনিউজ/ নাবিদ,ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ