25 C
আবহাওয়া
৫:১২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » করোনা আপটেড: আরও ১০৪ জন আক্রান্ত

করোনা আপটেড: আরও ১০৪ জন আক্রান্ত


বিএনএ ডেস্ক : করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ১০৪ জন আক্রান্ত  হয়েছে। তবে এ সময়ের মধ্যে কেউ মারা যায়নি। আক্রান্তদের মধ্যে ১০০ জনই ঢাকা মহানগরীর বাসিন্দা। বাকি চারজন ঢাকার বাইরের।

বৃহস্পতিবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪০ হাজার ১১৮ জনে। এসময়ে করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪৫১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৬ হাজার ৫১০ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৫ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর স্বাস্থ্য অধিদপ্তর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায়।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ