বিএনএ, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে টমটম গাড়ি উল্টে এক নারীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এসময় আরও পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুন) বিকালে বাঘাইছড়ি পৌরসভার মোস্তাফা কলোনি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মহিলার নাম নাছিমা বেগম (৫০)। তিনি বাঘাইছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডের কৃষক হামিদ শরীফের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, নাছিমা বেগম দুরছড়ি এলাকা থেকে ছেলের জন্য পাত্রী দেখে টমটম যোগে ফেরার পথে পৌরসভার মোস্তাফা কলোনি এলাকায় ঢালু নামতে নিয়ন্ত্রণ হারিয়ে টমটম গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলার নির্বাহী অফিসার রুমানা আক্তার।
বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন,ওজি