18 C
আবহাওয়া
১২:৪০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ববি সাংবাদিক সমিতির ফল উৎসব

ববি সাংবাদিক সমিতির ফল উৎসব

ববি সাংবাদিক সমিতির ফল উৎসব

বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) আয়োজনে মধুমাস উপলক্ষে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে আম, জাম, কাঠাল, লিচু ও আনারসসহ ছিলো বিভিন্ন ধরনের ফল।

বৃহস্পতিবার (৮ জুন) বেলা ৩টায় টিএসসির তৃতীয় তলায় সভাকক্ষে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।

ববি সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ববিসাসের সভাপতি ওবায়দুর রহমান।

ববি সাংবাদিক সমিতির সভাপতি ওবাইদুর রহমান বলেন, এমন ফলের মৌসুমে সবারই মৌসুমি ফল খাওয়া উচিৎ। আমাদেরই সমিতি আমাদের পরিবারের মতোই। তাই পরিবারের সবাইকে নিয়েই আমাদের এই আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ববি সাংবাদিক সমিতির সহ-সভাপতি মো. সোহেল রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমদাদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মো. নবির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সদস্য ও সহযোগী সদস্যরা।

বিএনএনিউজ/রবিউল ইসলাম,বিএম

Loading


শিরোনাম বিএনএ