বিএনএ, রাউজান : রাউজান আর.আর.এ.সি ইনষ্টিটিউশন প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের নতুন কার্যকরী কমিটি ২০২৩-২০২৫ গঠন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বকর সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আ.স.ম ইয়াছিন মাহমুদ।
৫ জুন নগরীর টাওয়ার ইন এ স্বচ্ছ ব্যালট বক্সে ভোট দেন স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। ৩৬ পদের মধ্যে ৩৪টি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।
দায়িত্ব পেলেন যারা : সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইয়াকুব চৌধুরী হেলাল, সহ-সভাপতি সিরাজুল মোস্তফা রুমি, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ বেদারুল ইসলাম, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ লুতফর রহমান, দপ্তর সম্পাদক জি.এম এরশাদ চৌধুরী, ক্রীড়া ও সমাজ কল্যান সম্পাদক তাইফুল হাসান পারভেজ, প্রকাশনা সম্পাদক এ.এইচ.এম ইলিয়াছ করিম, প্রচার ও জনসংযোগ সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম, আপ্যায়ন সম্পাদক সৈয়দ ওহিদুল আকবর শাহীন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অনুরাজ দাশ গুপ্ত, মহিলা সম্পাদিকা তানিয়া তাহমিনা।
প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন আবদুস সালাম এফ.সি.এ, ড. অধ্যাপক সুলতান আহমেদ, ড. অধ্যাপক রনজিত কুমার চৌধুরী, ব্যাংকার একরামুল হক।
বিএনএনিউজ/এইচ.এম।
Total Viewed and Shared : 1663