29 C
আবহাওয়া
১১:৪৭ অপরাহ্ণ - আগস্ট ১২, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে সাজাপ্রাপ্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে সাজাপ্রাপ্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে সাজাপ্রাপ্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মারুফ হাসান ফয়সালকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুন) রাতে সন্দ্বীপ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মারুফ হাসান ফয়সাল ওই এলাকার গুরা মিয়ার বাড়ির মো. সেলিমের ছেলে।

সন্দ্বীপ থানার ওসি বশির আহমেদ বলেন, সন্দ্বীপ থানার একটি মামলার ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মারুফ হাসান ফয়সালকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার হয়েছে। আজ তাকে  আদালতে পাঠানো হয়। মারুফ হাসান ফয়সালের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।

উল্লেখ্য, ২০১৬ সালে যুবলীগের ইফতার মাহফিলে সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার ওপর হামলার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে ছয় মাসের সাজা হয়।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ