বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আলাউদ্দিন সানি (২৪) নামে এক যুবককে ব্যক্তিকে তিন বছর সশ্রম কারাদণ্ড। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা সাইবার ট্রাইব্যুনাল আদালত।
দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন সানী জেলার ত্রিশালের পৌর শহরের চরপাড়া এলাকার মো. মোসলেম উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (৭ জুন) দুপুরে জেলা সাইবার ট্রাইব্যুনাল আদালতে (জেলা ও দায়রা জজ) বিচারক মো. বজলুর রহমান এই রায় দেন।
জেলা সাইবার ট্রাইব্যুনাল আদালতের ব্যাঞ্চ সহকারী মালেক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামীর অনুপস্থিতিতে বিচারক মো. বজলুর রহমান এই রায় দেন। একই সাথে আসামী আত্মসমর্পন করার দিন থেকে এই রায় কার্যকর হবে বলেও জানান তিনি।
মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর আলাউদ্দিন সানির সাথে পারিবারিক ভাবে বিবাদীর বিয়ে হয়। বিয়ের পর বিবাদী জানতে পারেন, আলাউদ্দিনের স্ত্রী সন্তান রয়েছে। এই ঘটনার পর ২০২৯ সালের ৭ মার্চ বিবাদীর সাথে আলাউদ্দিনের বিবাহ বিচ্ছেদ হয়। কিন্ত, বিবাদীর ফেসবুক আইডির পাওয়ার্ড আলাউদ্দিন জানতেন। তালাক দেয়ার ক্ষোভে আলাউদ্দিন বিবাদীর মা বাবার সাথে বিবাদীর ছবি এডিট করে এবং বিবাদীর মোবাইল নাম্বারসহ অশ্লীল কথাবার্তা লিখে ফেসবুকে শেয়ার দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এই ঘটনার পর ওই বছরের ৬ জুন আলাউদ্দিনকে আসামী করে ত্রিশাল থানায় মামলা দায়ের করেন। পরে দীর্ঘ শুনানির পর আদালত এই মামলার রায় দেন।
বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।