29 C
আবহাওয়া
১২:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » একযোগে নিউইয়র্ক টাইমস, গার্ডিয়ান, সিএনএনের ওয়েবসাইটে সমস্যা

একযোগে নিউইয়র্ক টাইমস, গার্ডিয়ান, সিএনএনের ওয়েবসাইটে সমস্যা

ওয়েবসাইটে সমস্যা

বিএনএ, ঢাকা : বিশ্বজুড়ে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের পরিষেবা ভেঙ্গে পড়েছে। সংবাদ মাধ্যমগুলোর মধ্যে মঙ্গলবার ব্লুমবার্গ, গার্ডিয়ান, সিএনএন, বিবিসি, নিউইয়র্ক টাইমস ও ফিনান্সিয়াল টাইমসে সমস্যা দেখা দেয়।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, তাদের সাইটেও সমস্যা দেখা দিয়েছিল।  এ ছাড়া অ্যামাজনের ওয়েবসাইটেও সমস্যা দেখা গিয়েছিল।  তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ওয়েবসাইটগুলোতে ঢুকলে কখনো ‘এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলেবল’, কখনো ‘কানেকশন ফেইলিউর’ লেখা দেখাচ্ছে। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, তাদের ওয়েবসাইট ও অ্যাপে সমস্যা দেখা দিয়েছে।

যুক্তরাজ্যের প্রধান সরকারি ওয়েবসাইটে সমস্যা হয়েছিল। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ওয়েবসাইটে এরর শব্দটি এসেছে।  সেই ক্রটি নিরসনে কাজ চলছে বলে জানানো হয়েছে।

বিবিসি ও নিউইয়র্ক টাইমস জানিয়েছে তাদের ওয়েবসাইটে সাময়িক সমস্যা দেখা দিয়েছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ