বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে রাফিয়াত ইসলাম আয়ান(২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুন) সকাল সাড়ে ১১টায় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পূর্ব ভগবতীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আয়ান ওই এলাকার রুস্তম আলী ভূঁইয়া বাড়ির রফিকুল ইসলাম শিপনের দ্বিতীয় ছেলে।
আমাদের স্থানীয় সংবাদদাতা জানিয়েছেন, আজ সকালে শিশুটি খেলার ছলে পরিবারের অজানতে ঘর থেকে বেরিয়ে যান। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে স্বজনরা। এসময় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিএনএনিউজ২৪/আমিন