27 C
আবহাওয়া
১২:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট

বিএনএ, টাঙ্গাইল: টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৮ জুন) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত থেমে থেমে এ যানজটের সৃষ্টি হয়। বিষয়টি এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত নিশ্চিন্ত করেছেন।

ইয়াসির আরাফাত জানান, যানবাহনের চাপ বৃদ্ধির কারণে রাতে ও ভোরে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ রাখা হয়। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলরত চালক ও যাত্রীরা। এছাড়াও কাচামালসহ পণ‌্য পরিবহনগুলো বিপাকে পড়েছে।

বঙ্গবঙ্গু সেতু সূত্র জানায়, সোমবার (৭ জুন) সন্ধ্যা থেকে বৃষ্টি হওয়ায় মহাসড়কে গাড়ি ধীরগতিতে চলাচল করেছে। এজন‌্য গাড়ির চাপ বেড়ে যায়। অতিরিক্ত যানবাহনের চাপের কারণে রাতে বঙ্গবঙ্গু সেতুর পূর্ব পাড় ও ভোরে পশ্চিম পাড়ে টোল আদায় বন্ধ রাখা হয়।

অন্যদিকে, সিরাজগঞ্জ অংশে রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় আধাঘণ্টা টোল আদায় বন্ধ ছিলো। পরে ভোররাত থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ