30 C
আবহাওয়া
১:৩১ পূর্বাহ্ণ - মে ৯, ২০২৫
Bnanews24.com
Home » পরিস্থিতি আরো জটিল করতে আগ্রহী নয় ভারত: ইরানকে জয়শঙ্কর

পরিস্থিতি আরো জটিল করতে আগ্রহী নয় ভারত: ইরানকে জয়শঙ্কর

পরিস্থিতি আরো জটিল করতে আগ্রহী নয় ভারত: ইরানকে জয়শঙ্কর

বিএনএ, বিশ্ব ডেস্ক: পাকিস্তানের সঙ্গে পরিস্থিতি জটিল করার কোনো ইচ্ছা নেই, তবে সামরিক হামলা হলে তা ‘খুব’ কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে এই মন্তব্য করেন জয়শঙ্কর।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘বর্বর’ পেহেলগাম সন্ত্রাসী হামলা ভারতকে বুধবার সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালাতে বাধ্য করেছে।

তিনি আরো বলেন, ‘এই হামলা আমাদের ৭ মে সীমান্তপারের সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালাতে বাধ্য করেছে। আমাদের প্রতিক্রিয়া ছিল লক্ষ্যভিত্তিক ও নিয়ন্ত্রিত।’

জয়শঙ্কর বলেন, ‘আমাদের উদ্দেশ্য পরিস্থিতি জটিল করা নয়। তবে আমাদের ওপর সামরিক হামলা হলে নিশ্চিত থাকা উচিত যে এর মোকাবেলা খুব, খুব কঠোরভাবে করা হবে।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী ও ঘনিষ্ঠ অংশীদার হিসেবে ইরানের জন্য পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে বোঝা গুরুত্বপূর্ণ। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যে পূর্বনির্ধারিত সফরে বুধবার রাতে দিল্লিতে পৌঁছন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ