বিএনএ, রাঙামাটি : সারা দেশের ন্যায় পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতেও শান্তিপূর্ণ ভাবে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
বুধবার (৮ মে) সকাল আটটা থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে সকালে বিভিন্ন এলাকা থেকে ভোটাররা আসতে শুরু করেছেন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাঙামাটির ৪ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা গুলো হল- রাঙামাটি সদর, বরকল, জুরাছড়ি ও কাউখালী।
ভোটার বিনু চাকমা বলেন, আমি প্রথম ভোট দিতে এসেছি। ভোট দিয়ে আমার খুব ভালো লাগছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।
প্রবীণ পাহাড়ি নারী ভোটার প্রভারাণী চাকমা বলেন, আমি ভোট দিতে এসেছি। খুব বৃষ্টি, তবুও এসে ভোট দিতে পেরে ভালো লাগছে।
রাসেল চাকমা বলেন, ভোটের পরিবেশ অনেক ভালো। যোগ্যপ্রার্থী ভোটে নির্বাচিত হয়ে আমাদের সেবা করতে আসবেন বলে আশা করি।
এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মােহাম্মদ মনির হােসেন বলেন, রাঙামাটির ৪ উপজেলায় মােট ৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ সকাল আটটা থেকে শুরু হয়েছে। আশা করছি শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলবে।
উপজেলা গুলাের মধ্যে রাঙামাটি সদর ১ লাখ ১ হাজার ৫৭ জন জন, বরকল ৩৯ হাজার ১৮৩ জন, জুরাছড়িতে ২০ হাজার ৩০ জন এবং কাউখালী উপজেলায় ২৪ হাজার ৭৫৬ জন ভােটার ভােটাধিকার প্রয়ােগ করবেন। চার উপজেলায় চেয়ারম্যান পদে ১২, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১০ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম/হাসনা