বিএনএ, চট্টগ্রাম : ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল হালিম ওরফেলিটনকে (৩৮) চট্টগ্রামের দেওয়ানহাট এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭। রোববার( ৭ মে) তাকে গ্রেফতার করা হয়। আসামী আব্দুল হালিম ওরফে লিটন পাহাড়তলী থানার সরাইপাড়া আব্দুল মান্নানের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, ২০০৫ সালে পাহাড়তলী এলাকায় আব্দুল হালিম ওরফে লিটন (৩৮) ও তার দলবল ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় পুলিশ গ্রেফতার করতে যায়। এ সময় তারা পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে আসামী আব্দুল হালিম ওরফে লিটন সহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামী করে পাহাড়তলী থানায় একটি ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়। মামলাটি আদালত আমলে নিয়ে বিচার কাজ শেষে আব্দুল হালিম ওরফে লিটন’কে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
র্যাব-৭ গোপন সূত্রে জানতে পারে আব্দুল হালিম ওরফে লিটন দেওয়ানহাট এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব ওই স্থানে অভিযান চালায় এবং আব্দুল হালিম ওরফে লিটনকে (৩৮) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আব্দুল হালিম ওরফে লিটন গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৭ বছর যাবৎ কক্সবাজার জেলাসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে ট্রাক ড্রাইভারের ছদ্মবেশে আত্মগোপন করে।
তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএ/ ওজি