31 C
আবহাওয়া
১১:৪৬ পূর্বাহ্ণ - মে ১০, ২০২৪
Bnanews24.com
Home » রেল কর্মচারী শফিউদ্দিন হত্যা, ১৯ বছর পর আসামি গ্রেফতার

রেল কর্মচারী শফিউদ্দিন হত্যা, ১৯ বছর পর আসামি গ্রেফতার


বিএনএ, চট্টগ্রাম : ১৯ বছর পর চট্টগ্রামের  আমবাগানের রেলওয়ে কর্মচারী শফিউদ্দিন আহমদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাজহারুল ইসলাম ফরহাদকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার দিবাগত  রাতে খুলশীর আমবাগান এলাকা থেকে  তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাজহারুল ইসলাম ফরহাদ নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব এওজ বালিয়া এলাকার মো. মফিজ মিয়ার ছেলে।

র‌্যাব-৭ জানায়, ২০০৩ সালের ১৪ জুন নগরীর আমবাগান এলাকায় রেলওয়ে কলোনিতে রেলের কর্মচারী শফিউদ্দীনের ঘরে ঢুকে এলাপাতাড়ি গুলি ও মারধর করে পালিয়ে যায় মাজহারুল ও তার সঙ্গীরা। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে মাজহারুল ও আরও ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে খুলশী থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আসামি মাজহারুল ইসলাম ফরহাদের অনুপস্থিতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ