25 C
আবহাওয়া
৭:২৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » এসএসসি ’৮৫ চট্টগ্রামের সাধারণ সভা ও ঈদ শুভেচ্ছা বিনিময়

এসএসসি ’৮৫ চট্টগ্রামের সাধারণ সভা ও ঈদ শুভেচ্ছা বিনিময়


বিএনএ, চট্টগ্রাম : এসএসসি ‘৮৫ চট্টগ্রাম এর সাধারণ সভা ও ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। পোর্টল্যান্ড টাওয়ার রুফটপে শনিবার(৬ মে) রাতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার শওগাতুল আনোয়ার খান( সভাপতি ) উপস্থাপনায় ছিলেন এম জসিম উদ্দিন( সাধারণ সম্পাদক)।

বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসের( বিআইটিআইডি)  ডা: প্রফেসর মামুনুর রশীদ , পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মুসলিম উদ্দিন, এনসেলম এল মারটিন, জি এ রায়হান,হাদিদুর রহমান, ড: রেজাউর রহমান, ডা: গোলাম মোস্তফা, এনামুল কবির মিঠু, সালেহ উদ্দিন সালু, ইঞ্জিনিয়ার গোলাম মোরশেদ, এস আই মালেক, মোহাং আলমগীর হোসেন, এড আলমগীর, ড: শ্রীবাস, নুর নবী, আশরাফ মাহমুদ, ইয়াসিন হীরা,প্রফেসর রমিজ, প্রফেসর তৈয়ব, পরিতোষ, মাহমুদুল হক, শাহীদুল ইসলাম শোভন প্রমূখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ৮৫’ র বন্ধু শওগাতুল আনোয়ার খান, এনামুল কবির মিঠু, আশরাফ মাহমুদ, মিজান মোরশেদ, এম এ মালেক প্রমুখ।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ