বিএনএ, স্পোর্টস ডেস্ক : কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ২৭টি সেলাই পড়ে মাশরাফির পায়ে। শনিবার (৭ মে) তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাশরাফির সহকারী জামিল আহমেদ সানি জানান, দুপুরে বাসার একটি কক্ষের শো কেসের সঙ্গে ধাক্কা লেগে গ্লাস ছিটকে এসে আঘাত করে মাশরাফির পায়ে। তাতে পা কেটে যায় অনেকখানি। হাসপাতালে নেওয়ার পর ২৭টি সেলাই পড়ে তার পায়ে।
আপাতত এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। তবে খুব সমস্যা না হলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানান মাশরাফির ছোট ভাই মোরসালিন মুর্তজা।
২০২০ সালে শেষবার বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন মাশরাফি। জাতীয় দলে জায়গা হারালেও ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন ডানহাতি তারকা পেসার। সবশেষ তিনি মাঠ নেমেছেন সদ্যসমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে।
বিভিন্ন সময়ে চোটের কারণে সাতবার অস্ত্রোপচার করা হয়েছে মাশরাফির দুই হাঁটুতে। পিঠের চোটের সঙ্গে লড়াই করেই তিনি খেলেছেন সবশেষ প্রিমিয়ার লিগে।
বিএনএনিউজ/এইচ.এম।