28 C
আবহাওয়া
১২:০৩ পূর্বাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় গাড়িচাপায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়িচাপায় নিহত ২

সড়ক দুর্ঘটনায় প্রাণ

বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নবীনগর উপজেলার নজরদৌলত গ্রামের তানভীর (২৩) ও আশুগঞ্জ উপজেলার লালপুরের রফিকুল ইসলাম (২৫)।

ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন খাটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আসিফুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিএনজিচালিত অটোরিকশা করে চালকসহ ছয়জন জেলার সদর উপজেলার চিনাইর টিটিসি ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিলে চালকসহ ছয়জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক দুজনকে মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ