26 C
আবহাওয়া
৯:৪৪ পূর্বাহ্ণ - এপ্রিল ১৪, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে মা-ভাইয়ের হত্যাকারী ইয়াছিন গ্রেপ্তার

চট্টগ্রামে মা-ভাইয়ের হত্যাকারী ইয়াছিন গ্রেপ্তার

চট্টগ্রামে মা-ভাইয়ের হত্যাকারী ইয়াছিন গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নে আপন মা ও ভাইয়ের হত্যাকারী মোহাম্মদ ইয়াছিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কাঞ্চননগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ৩ এপ্রিল সকালে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফকিরা বন এলাকার ভোলা গাজীর বাড়িতে পাতার বস্তা রাখা নিয়ে মা জুলেখা খাতুন (৬০) ও ছোট ভাই মো. মাসুম (৩৫) কে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে ইয়াছিন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনেরই মৃত্যু হয়।

নিহত মাসুম ও অভিযুক্ত ইয়াসিন একই এলাকার আলী আহমেদের ছেলে এবং নিহত জুলেখা খাতুন আলী আহমেদের স্ত্রী।
এদিকে ঘাতক ইয়াসিনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ভূজপুর থানার সামনে স্থানীয় জনতাকে ঘেরাও করতে দেখা যায়। পরে আসামিকে সেনা ও পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে ভূজপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুল হক বলেন,‘অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ