21 C
আবহাওয়া
১১:১৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ধামরাইয়ে ১০দফা দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি

ধামরাইয়ে ১০দফা দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি

ধামরাইয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।

সাভার প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে এবং ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে ধামরাইয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।

শনিবার (৮ এপ্রিল) দুপুর ২টা থেকে একযোগে শুরু হয় এ কর্মসূচি। বিকাল ৪টা পর্যন্ত চলবে কর্মসূচি। ধামরাই থানা বিএনপির উদ্যোগে সদর ইউনিয়নের শরীফবাগ বাজার আইঙ্গন রোড এলাকার শরীফুন নেছা মহিলা দাখিল মাদরাসার মাঠে অবস্থান কর্মসূচি পালন করে। সেখানে প্রধান অতিথি ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি মো. তমিজ উদ্দিন।

এদিকে দুপুর ২টায় পৃথকভাবে অবস্থান কর্মসুচি পালন করেছে উপজেলা বিএনপি। ধামরাই থানা রোড মুন্নু কমিউনিটি সেন্টারে তারা এই কর্মসুচি পালন করে। এতে ধামরাই পৌর বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সুলতানা আহম্মেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদ।

বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে সকাল থেকেই ধামরাইয়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।

বিএনএ, ইমরান খান, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ