25 C
আবহাওয়া
২:৩০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বিএনএ, রাজবাড়ী : রাজবাড়ী জেলার গোয়ালন্দে শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. বকুল সরদার (৩৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ এপ্রিল) সকালে গোয়ালন্দ ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বকুল সরদার উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর গ্রামের বদর উদ্দিন সরদারের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার দুপুর ২টার দিকে শিশুটিকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন বকুল। এ ঘটনায় শিশুটি ভয়ে কিছু বলেনি। একপর্যায়ে শিশুটির মা এক প্রতিবেশীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে শুক্রবার (৮ এপ্রিল) সকালে গোয়ালন্দ থানায় মামলা দায়ের করেন।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মামলা পর শুক্রবার বেলা ১১টার দিকে আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ