18 C
আবহাওয়া
১০:৪২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ‘ঢাবিতে ভর্তি ফি বৃদ্ধি, পরীক্ষার তারিখ ঘোষণা’

‘ঢাবিতে ভর্তি ফি বৃদ্ধি, পরীক্ষার তারিখ ঘোষণা’

'ঢাবিতে ভর্তি ফি বৃদ্ধি, পরীক্ষার তারিখ ঘোষণা'

বিএনএ, ঢাকাঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ‘ফি’ ১ হাজার টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) ভর্তি কমিটির সভায় এই ‘ফি’ নির্ধারণ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ১০০০ টাকার মধ্যে ভর্তি পরীক্ষার ফি ৯৫৬ টাকা ৫০ পয়সা। অনলাইন সার্ভিস চার্জ ৩০ টাকা এবং ব্যাংক পেমেন্ট সার্ভিস চার্জ ১৩ টাকা ৫০ পয়সা। সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের যেকোনো শাখায় ভর্তি ‘ফি’ জমা দেয়া যাবে।

২০১৮-১৯ শিক্ষাবর্ষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ‘ফি’ ছিল ৩৫০ টাকা। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১০০ টাকা বাড়িয়ে করা হয় ৪৫০ টাকা। ২০২০-২১ শিক্ষাবর্ষে ২০০ টাকা বাড়িয়ে করা হয় ৬৫০ টাকা। এবার ২০২১-২২ শিক্ষাবর্ষে ফি ৩৫০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা নির্ধারণ করেছে প্রশাসন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হওয়ায় শিক্ষার্থীপ্রতি খরচ পড়ে প্রায় সাড়ে ১৩শ টাকা। গত বছরের ‘ফি’তে খরচ সংকুলান হয়নি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভর্তুকি দিতে হয়েছে। সেকারণে ‘ন্যূনতম’ ফি বাড়িয়ে ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উপাচার্য বলেন, যারা সমন্বয়কারী থাকবেন উনাদের পরামর্শ দিয়েছি যাতে এবার ২০০-৩০০ টাকা কম রাখেন, সামনে প্রয়োজন হলে আরও বাড়ানো হবে।

২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাবিতে ভর্তি পরীক্ষা

আগামী ৩ জুন ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিয়ে শুরু হবে এবারের ভর্তিযুদ্ধ। ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা। এছাড়া ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ মোট ন্যূনতম ৮.০ থাকতে হবে। এছাড়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জিপিএ আলাদাভাবে ৩.৫ থাকতে হবে। মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৭ দশমিক ৫ এবং আলাদাভাবে ৩ থাকতে হবে। এছাড়া ‘চ’ ইউনিটের পরীক্ষায় উভয় জিপিএ মিলিয়ে ৬.৫ এবং আলাদাভাবে ৩.০ থাকতে হবে।

২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাবিতে ভর্তি পরীক্ষার মানবণ্টন

ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ (১০+১০) নম্বর। বাকি ১০০ নম্বরের মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এমসিকিউ ৬০ নম্বরের জন্য ৪৫ মিনিট এবং লিখিত ৪০ নম্বরের জন্য ৪৫ মিনিট সময় পাবেন শিক্ষার্থীরা। তবে চারুকলার ক্ষেত্রে ৪০ নম্বরের এমসিকিউ (সাধারণ জ্ঞান) এবং ৬০ নম্বরের লিখিত (অঙ্কন) পরীক্ষা হবে। এমসিকিউর জন্য ৩০ মিনিট এবং লিখিত ১ ঘণ্টাসহ মোট দেড় ঘণ্টা সময় থাকবে।

২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন শুরু ২০ এপ্রিল চলবে ১০ মে পর্যন্ত। http://addmission.eis.du.ac.bd ওয়েবসাইটে আবেদন এবং ভর্তি ফি জমা দিতে পারবেন। ১৬ মে থেকে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য এ ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ