বিএনএ, বিশ্বডেস্ক : ইসরায়েলের রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে এক গুলিবর্ষণের ঘটনায় অন্তত দুই ইসরায়েলি নিহত ও অপর আটজন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর ডিজেঙ্গফ সড়কে এ ঘটনা ঘটে।
ইসরায়েলি পুলিশের মুখপাত্র এলি লেভি গুলিবর্ষণের পরপরই ১৩ নম্বর ইসরাইলি টিভি চ্যানেলকে বলেন, “হামলাকারী ব্যক্তি অত্যন্ত কাছে থেকে গুলি চালিয়ে দৌড়ে পালিয়ে গেছে।”
তেল আবিবের ইচিলভ হাসপাতাল জানিয়েছে, গুলিতে আহত ১০ ব্যক্তিকে সেখানে ভর্তি করার পর দু’জনের মৃত্যু হয়েছে।আহত আটজনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
টেলিভিশনে ইসরাইলি সশস্ত্র অফিসারদেরকে একটি বাণিজ্যিক সড়ক ও এর পার্শ্ববর্তী সংযোগ সড়কগুলোতে হামলাকারী ব্যক্তিকে ধরার জন্য দৌড়াতে দেখা গেছে। এ সময় আকাশে ইসরায়েলি পুলিশের একটি হেলিকপ্টারকে টহল দিতে দেখা যায়।অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ জরুরি বিভাগের বিভিন্ন যানবাহনকে ঘটনাস্থলে ছুটে যেতে দেখা যায় এবং পুলিশ স্থানীয় অধিবাসীদেরকে নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানায়।
কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
বিএনএনিউজ/এইচ.এম।