27 C
আবহাওয়া
২:১৭ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত্যু

করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত্যু

বিশ্বে করোনায় আক্রান্ত ১৩ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ছাড়াল

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ যাবতকালের সর্বোচ্চ রেকর্ডসংখ্যক ৭৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়াদের মধ্যে মধ্যে পুরুষ ৪৮ জন ও নারী ২৬ জন। ৭৪ জনের মধ্যে হাসপাতালে ৭০ জন ও বাড়িতে চার জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে নয় হাজার ৫২১ জনে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষায় আরও ছয় হাজার ৮৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ছয় লাখ ৬৬ হাজার ১৩২ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৬৫ শতাংশ। মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ৩৯১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচ লাখ ৬৫ হাজার ৩০ জনে। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৪ দশমিক ৮২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৭৪ জনের মধ্য বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব পাঁচজন, চল্লিশোর্ধ্ব ছয় জন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন এবং ষাটর্র্ধ্ব ৪৬ জন।

বিভাগ ভিত্তিক হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মৃত ৭৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে তিনজন, খুলনায় সাত জন, বরিশালে চার জন এবং সিলেট বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ