Bnanews24.com
করোনাভাইরাস টপ নিউজ সব খবর

করোনার দ্বিতীয় ডোজ নিলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

করোনার দ্বিতীয় ডোজ নিলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

বিএনএ, চট্টগ্রাম : করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কেন্দ্রে তিনি এ টিকা নেন। এর আগে তিনি একই কেন্দ্রে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়াসহ চমেক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজ সকাল ৯টা থেকে সারাদেশের ন্যায় চট্টগ্রামের ১৪ উপজেলা ও মহানগরের ১৫টি কেন্দ্রে টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে প্রথম ডোজের টিকা প্রদান কার্যক্রমও অব্যাহত আছে।

বিএনএনিউজ/জেবি