26 C
আবহাওয়া
৭:৪৩ অপরাহ্ণ - জুলাই ৯, ২০২৫
Bnanews24.com
Home » যুব মহিলা লীগ নেত্রী বিথি গ্রেফতার

যুব মহিলা লীগ নেত্রী বিথি গ্রেফতার


বিএনএ, ঢাকা: কুমিল্লার দেবিদ্বারে পৃথক দুটি হত্যা মামলার আসামি যুব মহিলা লীগ নেত্রী তানিয়া সুলতানা বিথিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বিথি কুমিল্লার উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য এবং দেবিদ্বার পৌর এলাকার ছোটআলমপুর মাস্টার বাড়ির মোখলেছুর রহমানের মেয়ে।

পুলিশ জানায়, বিথীর বিরুদ্ধে গত ৪ আগস্ট আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল ও ৫ আগস্ট আমিনুল ইসলাম সাব্বির হত্যাসহ মোট ছয়টি মামলা রয়েছে। গত ৪ আগস্ট আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে সরাসরি যুক্ত থাকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সরকার পতনের পর থেকে বিথি আত্মগোপনে ছিলেন।

দেবিদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস  এ তথ্য নিশ্চিত করেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ৭ ঘণ্টার মধ্যে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার জনগণ পাশে না থাকলে দিল্লি পালাতে হয়, লন্ডনে থাকতে হয়! চট্টগ্রামের হালিশহরে নালায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তরে থাকছে না আনুষ্ঠানিকতা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ফের ৭ দিনের রিমান্ডে ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি কক্সবাজারে আরসা প্রধান জুনুনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর মুহুরী নদীর পানি বাড়তে থাকায় নোয়াখালীতে বন্যার আশঙ্কা দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ আখুন্দজাদা ও হাক্কানির বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা