বিএনএ, ঢাকা: রমজান ও ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা, মার্কেট ও শপিং মলের নিরাপত্তায় অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ দিয়েছে ডিএমপি। শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন আইনবলে এসব লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। আবাসিক এলাকা, বিভিন্ন মার্কেট, শপিং মলে নিয়োজিত বেসরকারি নিরাপত্তাকর্মীদের অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে কাজ করানো হবে। তাদের ক্ষমতা থাকবে গ্রেপ্তারেরও।
বিএনএনিউজ/ বিএম/শাম্মী