26 C
আবহাওয়া
৬:২৩ পূর্বাহ্ণ - এপ্রিল ১৪, ২০২৫
Bnanews24.com
Home » গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ

গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ

গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ

বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের চাষাড়ায় একটি টিনশেডের বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সুমাইয়া (১৮ মাসের শিশু) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এই নিয়ে ওই ঘটনায় মৃত্যুর সংখ্যা-২।

শনিবার (৮ মার্চ)সকাল ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

সূত্র জানায়, গত সোমবার ভোর রাতের দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার একটি বাসায় গ্যাস লাইন বিস্ফোরণ হয়ে নারী শিশুসহ ৮ জন এসেছে, তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হাই ডিপেন্ডেন্সি ইউনিটে(এইচডিইউ) সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমাইয়ার মারা যায়। তার শরীরের ৪৪ শতাংশ দগ্ধ ছিল। শুক্রবার দিবাগত রাত একটার দিকে আব্দুল হান্নান (৪০) নামের এক রিকশাচালক মারা যান । এই নিয়ে দুজনের মৃত্যু হল । বাকিরা হলেন মান্নানের স্ত্রী নুরজাহান আক্তার লাকী (৩২), তাদের ছেলে সাব্বির (১২), মেয়ে সামিয়া (১০) ও জান্নাত (৫), মোহাম্মদ সোহাগ (২৫), তার স্ত্রী রুপালি বেগম(২২) । রুপালির ৩৪ শতাংশ ,সাব্বির ২৭ শতাংশ, নুরজাহান লাকির ২২ শতাংশ , সামিয়ার ৯ শতাংশ ও জান্নাতের ৩ শতাংশ দগ্ধ হয়। দগ্ধদের মধ্যে অনেকেরই শ্বাসনালি পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বিএনএনিউজ / আজিজুল/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ