23 C
আবহাওয়া
১১:০২ পূর্বাহ্ণ - মে ৭, ২০২৪
Bnanews24.com
Home » মুন্সিগঞ্জে প্লাস্টিক কারখানায় বিদ্যুতের মিটার বিস্ফোরণ, দগ্ধ ৪

মুন্সিগঞ্জে প্লাস্টিক কারখানায় বিদ্যুতের মিটার বিস্ফোরণ, দগ্ধ ৪

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

বিএনএ, মুন্সিগঞ্জ:  মুন্সিগঞ্জ সদর চর মুক্তারপুরে প্লাস্টিক কারখানায় বিদ্যুতের মিটার বিস্ফোরণে  চারজন দগ্ধ হয়েছেন।বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মো. রিয়াজুল (৩০), মো. মতিউর রহমান (২২), মো. রাকিবুল ইসলাম(২৪) ও মো. ইকবাল মোল্লা (৩০)।

শেখ হাসিনা জাতীয় বার্নের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ চারজনের মধ্যে রিয়াজুলের শরীরের ৯০ শতাংশ, মতিউরের ৬২ শতাংশ, রাকিবুলের ৫০ শতাংশ এবং ইকবালের ৫৮ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবার অবস্থা আশঙ্কাজনক ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মুন্সিগঞ্জের চর মুক্তারপুরের জে কে প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় চারজন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্নে এসেছেন। চিকিৎসক জানিয়েছেন, দগ্ধদের সবার অবস্থা আশঙ্কাজনক।

বিএনএ/ আজিজুল, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ