17 C
আবহাওয়া
৮:২০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে পিকআপ থেকে ছিটকে বিএনপি নেতার মৃত্যু

মিরসরাইয়ে পিকআপ থেকে ছিটকে বিএনপি নেতার মৃত্যু

মিরসরাইয়ে পিকাপ থেকে ছিটকে বিএনপি নেতার মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কা লেগে  পিকআপ  থেকে ছিটকে পড়ে গোলাম সরফুদ্দিন ভুঁইয়া মামুন (৪৫) নামে  এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ার হাটবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম সরফুদ্দিন ভুঁইয়া মামুন (৪৫) উপজেলার কাটাছরা ইউনিয়নের আবদুস সাত্তার ভূঁইয়া বাড়ির মরহুম ডা. সফিউল আলমের ছেলে। তিনি কাটাছরা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার ভোরে মাছ বোঝাই পিকআপকে একটি বাস ধাক্কা দিলে একজন নিহত হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ