26 C
আবহাওয়া
২:৫০ অপরাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » কাচিনে মিয়ানমার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তীব্র যুদ্ধ

কাচিনে মিয়ানমার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তীব্র যুদ্ধ

কাচিন ইনডিপেনডেন্স আর্মি (কেআইএ)

বিশ্ব ডেস্ক: মিয়ানমার-চীন সীমান্ত প্রদেশ কাচিন রাজ্যে মিয়ানমার সরকারি বাহিনী ও বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠির মধ্যে তীব্র যুদ্ধ  অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার(৭মার্চ) সকালে সীমান্তের ১২০ মাইল রাস্তা বরাবর ১০টিরও বেশি জান্তা সেনা চৌকিতে আক্রমণ করেছে কাচিন ইনডিপেনডেন্স আর্মি (কেআইএ) এবং মিত্র প্রতিরোধ গোষ্ঠী।

বৃহস্পতিবার সন্ধ্যায় কেআইএর মুখপাত্র কর্নেল নাও বুকে গণমাধ্যমকে বলেন, জাতিগত সেনাবাহিনী লাইজা শহরের কাছে একটি পাহাড়ের চূড়া ঘাঁটি দখল করে নেয় এবং ঘাঁটি রক্ষাকারী ১০টি ক্যাম্পে জান্তা সৈন্যদের পরাজিত করে। এ সময় মিয়ানমার সৈন্যরা পালিয়ে অন্যত্র আশ্রয় নেয়।বেশিরভাগ সৈন্য আত্মসমর্পন করেছে।

কাচিন  রাজ্যের রাজধানী মিটকিনা এবং ভামো শহরের মধ্যবর্তী রাস্তার পাশের ফাঁড়িতে কেআইএর আক্রমণের অংশ ছিল ঘাঁটিটি দখল করা। লাজিয়া শহরটি চীনের সীমান্তের কাছে মাইটকিনা এবং ভামো শহরের মধ্যে অবস্থিত।

ফাঁড়িগুলি ভামো এবং ওয়াংমাও টাউনশিপের মধ্য দিয়ে ১২০ মাইল পথ ধরে জান্তার কৌশলগত সামরিক ঘাঁটিগুলিকে রক্ষা করে।

চীন সীমান্ত এলাকায় তীব্র যুদ্ধের কারণে মিয়ানমার সরকার কাচিন রাজ্য হয়ে সবধরণের আমদানী রপ্তানী বন্ধ রেখেছে। ফলে রপ্তানীযোগ্য ফল,মাছ ইত্যাদি নিয়ে কৃষকরা বেকায়দায় রয়েছে। চীন মিয়ানমার ফলের সবচেয়ে বড় আমদানী কারক।

সূত্র: ইরাবতি নিউজ।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ