16 C
আবহাওয়া
৮:০৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » কুবি ছাত্রলীগের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুবি ছাত্রলীগের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুবি ছাত্রলীগের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মারধরের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। বুধবার (৮ মার্চ) বিকাল ৪টায় প্রথমে মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় প্রক্টরের পদত্যাগ ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে স্লোগান নিয়ে ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে গিয়ে সড়ক অবরোধ করে।

এ সময় নেতাকর্মীরা ‘‘ধিক্কার ধিক্কার; প্রশাসন ধিক্কার, প্রশাসন ধিক্কার, প্রশাসন চাটুকার, চাটুকার; এক দফা এক দাবি, প্রক্টরের পদত্যাগ, পদত্যাগ’’ বলে স্লোগান দেয়।

এদিকে, বুধবার (৮ মার্চ) দুপুরে ছাত্রলীগের তিন নেতাকে প্রকাশ্যে মারধর করে গুরুতর আহত করেছে রেজা-ই-এলাহী সমর্থিত স্থানীয় যুবদল নেতা রনি, হত্যা মামলার আত্মস্বীকৃত খুনি বিপ্লব চন্দ্র দাস, ইকবাল, স্বজন বরণ বিশ্বাসসহ ১২ থেকে ১৫ জন কর্মী।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মূল ফটকের সামনে এই ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হৃদয়, বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহসভাপতি সাইদুল ইসলাম রোহান।

বিএনএ/ হাবিবুর রহমান, বিএম

Loading


শিরোনাম বিএনএ