25 C
আবহাওয়া
৩:৪৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » তেজগাঁওয়ে টিসিবির গোডাউনে আগুন

তেজগাঁওয়ে টিসিবির গোডাউনে আগুন


বিএনএ, ঢাকা : রাজধানী তেজগাঁওয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

মঙ্গলবার (৮ মার্চ) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি জানান, তেজগাঁওয়ের নিপ্পন বটতলা মোড়ে টিসিবির গোডাউনে আগুন লাগে। রাত ১১টা ৫৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে রাত ১২টা ৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম।

 

 

 

Loading


শিরোনাম বিএনএ