18 C
আবহাওয়া
১২:১৯ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে কাভার্ড ভ্যান চাপায় চালক নিহত

রাজধানীতে কাভার্ড ভ্যান চাপায় চালক নিহত

সাতকানিয়ায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর হাজারীবাগ বেরিবাঁধে দুটি কাভার্ড ভ্যানের মাঝে চাপা পড়ে লিটন ঘোষ (৫০) নামে এক চালক নিহত হয়েছেন । শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত লিটন ঘোষ চকবাজারে ঢাকেশ্বরী অরফানেজ রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন। তিনি পেশায় কাভার্ড ভ্যানচালক ছিলেন।

নিহত লিটনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রবিউল জানান, আমাদের  কোম্পানির আরেকটি কাভার্ড ভ্যান পেছনে ব্যাক গিয়ার দিয়ে রাখার সময় দুইটি কাভার্ডভ্যানের মাঝখানে চাপা পড়ে লিটন ঘোষ আহত হন। পরে তাকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।রবিউল আরও জানান, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই। শুধু বুকে চাপ খেয়ে তিনি মারা গেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ‘হাজারীবাগ থেকে ওই কাভার্ডভ্যান চালককে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের  মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানার পুলিশকে অবগত করা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ