24 C
আবহাওয়া
৩:৫৬ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » সাবেক মেয়র রফিকুল ইসলামের বাড়িতে আগুন

সাবেক মেয়র রফিকুল ইসলামের বাড়িতে আগুন

সাবেক মেয়র রফিকুল ইসলামের বাড়িতে আগুন

বিএনএ,ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলামের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় পৌরসভার ২নং ওয়ার্ডে জয়া রোডে বাড়িতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, সাবেক মেয়র রফিক সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদের ভাগিনা ও ভোলা-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আলী আজম মুকুলের স্ত্রীর বড় ভাই হওয়ার সুবাধে আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিকভাবে প্রভাব খাঁটিয়ে পুরো উপজেলায় একক ক্ষমতার বলয় তৈরি করে নিজের দখলে রেখেছিল।

সূত্র জানায়, বোরহানউদ্দিন পৌরসভার মেয়রের দায়িত্ব পালনের সময় তোফায়েল আহমেদ ও আলী আজম মুকুলের প্রভাবে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেন। তার প্রতি আওয়ামী লীগ দলীয় অনেক নেতাকর্মীরাও অতিষ্ঠ ছিলেন। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতেই তার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায় জনতা। তবে হামলার সময় ওই বাড়িতে কোনো লোকজন ছিল না।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্মানের হবে না:খামেনী ফার্মগেটে বোমা সদৃশ বস্তু,ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট সারাদেশে সহিংসতার দায় সরকারের- টিআইবি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র... চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সাবেক মেয়র রফিকুল ইসলামের বাড়িতে আগুন শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ৮ বিভাগে হচ্ছে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা টঙ্গী ইজতেমা ময়দানে এপিবিএন সদস্যের মৃত্যু