24 C
আবহাওয়া
৩:১৯ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » ৮ বিভাগে হচ্ছে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা

৮ বিভাগে হচ্ছে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা

৮ বিভাগে হচ্ছে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা

বিএনএ,ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দেশের আট বিভাগে অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়েছে, চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। দেড় ঘণ্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, পরীক্ষা ঢাকা বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সিলেট বিভাগের সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবং ময়মনসিংহ বিভাগের কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রায় ৪১ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বেলা সাড়ে ১১টায় বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাবিতে প্রথম বর্ষে ভর্তির আসন রয়েছে ৬ হাজার ১০টি। এর মধ্যে ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসন রয়েছে। এর বিপরীতে আবেদন করেছেন ৪০ হাজার ৯৭৩ জন শিক্ষার্থী।

এছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯৬ এবং চারুকলা ইউনিটে কোটাসহ ১৩০টি আসন রয়েছে।

এর আগে ৩ জানুয়ারি আইবিএ ইউনিট, ৪ জানুয়ারি চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন) এবং ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্মানের হবে না:খামেনী ফার্মগেটে বোমা সদৃশ বস্তু,ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট সারাদেশে সহিংসতার দায় সরকারের- টিআইবি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র... চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সাবেক মেয়র রফিকুল ইসলামের বাড়িতে আগুন শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ৮ বিভাগে হচ্ছে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা টঙ্গী ইজতেমা ময়দানে এপিবিএন সদস্যের মৃত্যু