20 C
আবহাওয়া
১০:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » অযোধ্যায় নির্মিত হচ্ছে মসজিদ, মক্কা থেকে এলো ইট

অযোধ্যায় নির্মিত হচ্ছে মসজিদ, মক্কা থেকে এলো ইট


বিএনএ, ঢাকা এবার অযোধ্যায় তৈরি হতে যাচ্ছে ‘মোহাম্মদ বিন আবদুল্লাহ’ নামে বিশাল মসজিদ। এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য মক্কা থেকে অযোধ্যায় আসছে একটি পবিত্র ইট। কালো মাটিতে তৈরি এই ইটের গায়ে সোনা দিয়ে লেখা রয়েছে পবিত্র কোরআনের আয়াত। ইটটি ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছে। তবে অযোধ্যায় পৌঁছবে এপ্রিল মাসে। আর তারপরই শুরু হবে এই মসজিদের নির্মাণ।

টাইমস অব ইন্ডিয়া এ খবর নিশ্চিত করেছে।

২০১৯ সালে অযোধ্যার বিতর্কিত জমির মালিকানা রাম মন্দিরকে দেওয়ার সময় অযোধ্যাতেই একটি মসজিদ তৈরির জন্য মুসলিম পক্ষকে ৫ একর জমিদানের নির্দেশ দিয়েছিল আদালত। এরপর অযোধ্যার ধন্নিপুরে মসজিদ তৈরির ৫ একর জমি বরাদ্দ করে উত্তর প্রদেশ সরকার। মসজিদের নির্মাণকাজ তদারকির জন্য ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন বা আইআইসিএফ নামে একটি ট্রাস্ট তৈরি করেছে উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড।

আইআইসিএফ-এর কর্তারা জানিয়েছেন, ওই পবিত্র ইটটি নিয়ে মক্কা গিয়েছিলেন ট্রাস্টের কয়েকজন কর্তা। তারপর তারা মক্কা থেকে ইটটি ভারতে ফিরিয়ে এনেছেন। চলতি বছরে ঈদের পরই বহু প্রতীক্ষিত মসজিদটির নির্মাণ শুরু হবে।

আইআইসিএফ-এর অন্যতম সদস্য হাজি আরাফাত শেখ বলেছেন, ‘এটা আল্লাহর কাজ। তার ইচ্ছায় ইসলামের পবিত্রতম শহর থেকেই এই কাজ শুরু করার থেকে ভালো কিছু হয় না। তাই আমরা মক্কা থেকেই আমাদের যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি মহারাষ্ট্র থেকে মক্কায় সদ্য তৈরি করা একটি ইট নিয়ে গিয়েছিলাম। পবিত্র জমজম কুয়ার পানিতে ইটটিকে গোসল করিয়েছিলাম। তারপরে আমরা ইটটি মদিনা শরীফে নিয়ে যাই এবং আরও একবার গোসল করাই এবং সেখানে নামাজ পড়ি। ২ ফেব্রুয়ারি মহারাষ্ট্রে ইটটি ফেরত আনা হয়েছে। এরপর ইটটি আজমীর শরীফে নিয়ে যাওয়া হবে এবং সেখানে নামাজের পর অযোধ্যায় নিয়ে যাওয়া হবে ‘

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ