33 C
আবহাওয়া
৯:০২ অপরাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে এমবিবিএস ভর্তি পরীক্ষার্থী ১০ হাজার

চট্টগ্রামে এমবিবিএস ভর্তি পরীক্ষার্থী ১০ হাজার

চট্টগ্রামে এমবিবিএস ভর্তি পরীক্ষার্থী ১০ হাজার

বিএনএ, চট্টগ্রাম: ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় চট্টগ্রামের তিন কেন্দ্রে অংশ নিচ্ছে ১০ হাজার ২১৬ জন পরীক্ষার্থী। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ কেন্দ্রে ৪ হাজার ৮২৩ জন, চট্টগ্রাম কলেজ কেন্দ্রে ২ হাজার ৩৩৬ জন এবং ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ৫৭ জনের পরীক্ষা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার জানান, এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, শেষ হবে বেলা ১১টায়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, লিখিত পরীক্ষার প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে। ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে কোনো শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হবেন না।

সরকারি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাড়া চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৬টি বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে চট্টগ্রামে। এগুলো হলো- ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রাম (ইউএসটিসি) এর চিকিৎসা অনুষদ ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্স (আইএএইচএস), চন্দনাইশের বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ, আগ্রাবাদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজ, পূর্ব নাসিরাবাদ এলাকার সাউদার্ন মেডিক্যাল কলেজ, বায়েজিদ বোস্তামি চন্দ্রনগর এলাকার মেরিন সিটি মেডিক্যাল কলেজ, চান্দগাঁও শমসের পাড়া চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজে (সিআইএমসি)।

এমবিবিএস ভর্তি পরীক্ষা চলাকালে শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চমেক ক্যাম্পাস, চট্টগ্রাম কলেজ ও ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সড়কমুখী রাস্তায় রোড ব্যারিয়ার স্থাপনের মাধ্যমে সকল ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হবে।

সড়কগুলো হচ্ছে- নগরীর অলি খাঁ মসজিদ মোড় থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) সড়ক, চকবাজার কেয়ারীর মোড় থেকে চট্টগ্রাম কলেজ সড়ক, গণি বেকারী থেকে চট্টগ্রাম কলেজ সড়ক, প্যারেড গ্রাউন্ড উত্তর-পূর্ব কর্ণার থেকে কেয়ারী সড়ক ও প্রবর্তক মোড় থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) সড়ক।

পরীক্ষার্থী পরিবাহী যানবাহনসমূহ পরীক্ষার্থীদের কেন্দ্রভিত্তিক সুবিধাজনক স্থান বিশেষ করে গণি বেকারী, কেয়ারী মোড়, প্যারেড গ্রাউন্ডের উত্তর-পূর্ব কর্ণার, অলি খাঁ মসজিদ মোড় ও প্রবর্তক মোড়সমূহকে ড্রপিং পয়েন্ট হিসেবে ব্যবহার করবে। সিএমপি ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এই নির্দেশনা জারি করেন।

বিএনএনিউজ/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ