20 C
আবহাওয়া
৯:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » রেলের ইঞ্জিনকে কর্ণফুলী এক্সপ্রেসের ধাক্কা, ৩জন আহত

রেলের ইঞ্জিনকে কর্ণফুলী এক্সপ্রেসের ধাক্কা, ৩জন আহত

চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন ও একটি ট্রেনের ইঞ্জিনের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

চট্টগ্রাম: চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি অপর একটি ট্রেনের ইঞ্জিনকে পেছন থেকে ধাক্কা দিলে উভয় ট্রেনের তিন লোকোমাস্টার আহত হয়েছেন।

বুধবার(৭ ফেব্রুয়ারি ২০২৪) সন্ধ্যার পর ফৌজদারহাট কে এম হাইস্কুল এলাকায় দ্রুতগতির কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি একটি ইঞ্জিনকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ঘটনার পর কর্ণফুলী এক্সেপ্রেসের লোকোমোটিভ লাইনচ্যুত হয়েছে। ঢাকা থেকে  চট্টগ্রামগামী ট্রেনটি সেখানে প্রায় চার ঘণ্টা আটকে ছিল। তবে ওই ঘটনায় বেশ কিছু যাত্রী সামান্য আহত হয় বলে যাত্রীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইন-চার্জ মাসুদ রানা গণমাধ্যমকে বলেন, খালি ইঞ্জিন ও কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি একই ট্র্যাকে চলছিল। পেছন থেকে কর্ণফুলী এক্সপ্রেস ওই ইঞ্জিনকে ধাক্কা দেয়।

রেলওয়ের ডিআরএম সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানা যায় নি। তবে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলী এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের উদ্দেশে ওই এলাকা ছেড়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

ফৌজদারহাট স্টেশনের মাস্টার মোবারক হোসেন বলেন, ডাবল লাইন হওয়াতে অন্য লাইন দিয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত ট্র্যাকটি মেরামতের কাজ চলছিল এই রিপোর্ট লেখা পর্যন্ত।

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

এরআগে  বুধবার বিকাল ৪টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরায় ট্রেনে কাটা পড়ে  সাজ্জাদ হোসেন(৩২) এক ব্যক্তি মারা যান।তার বাড়ি সীতাকুণ্ড উপজেলার শীতলপুর ইউনিয়নে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, “কোন ট্রেনে কাটা পড়ে সাজ্জাদ মারা গেছেন তা শনাক্ত করা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ হয়েছে।”

বিএনএ,  এজিএন

Loading


শিরোনাম বিএনএ