17 C
আবহাওয়া
১১:৪৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » লক্ষ্মীপুরে পর্নোগ্রাফি মামলায় যুবকের কারাদণ্ড

লক্ষ্মীপুরে পর্নোগ্রাফি মামলায় যুবকের কারাদণ্ড


বিএনএ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পর্নোগ্রাফি মামলায় আবিদ হাসান আকাশ (২৮) নামে এক যুবকের তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আকাশ চাঁদপুর সদর উপজেলার মধ্যম শ্রীরামদি গ্রামের মৃত মনা হাওলাদারের ছেলে।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বিএনএ/বিএম, এমএফ

Loading


শিরোনাম বিএনএ