21 C
আবহাওয়া
১২:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

বিএনএ ডেস্ক: ভোলার চরফ্যাশনে ২৫ বছর বয়সের এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে এক গৃহবধূ (৩৬) অনশন করছেন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে যুবক প্রেমিকের বাড়িতে এ অনশন করেন ওই গৃহবধূ। এ নিয়ে এলাকায় মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রেমিক সবুজ ওই ওয়ার্ডের রহিম ফরাজীর ছেলে।

গৃহবধূ অভিযোগ করে বলেন, ‘তিন বছর ধরে আমার সাথে সবুজের প্রেমের সম্পর্ক চলছিল। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় সবুজ আমাকে ধর্ষণ করে। সম্প্রতি বিষয়টি আমার স্বামী ও সন্তানেরা জেনে যায়। পরে আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ‘

তিনি আরও বলেন, প্রেমিক সবুজ আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো।

এদিকে চার সন্তানের জননী অনশন করার পর থেকে অভিযুক্ত সবুজ বাড়ি থেকে পালিয়ে যান। এ সময় প্রেমিকের বাড়িতে ভিড় জমান এলাকাবাসীরা। অভিযুক্ত সবুজ পলাতক থাকায় এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, অনশনের বিষয় কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ