27 C
আবহাওয়া
৫:১৩ পূর্বাহ্ণ - মে ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত কমলো

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত কমলো

করোনায় ২০ জনের মৃত্যু

বিএনএ, বিশ্ব ডেস্ক: করোনায় বিশ্বে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে ৬ হাজার ৯৫১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৭ লাখ ৬০ হাজার ৪৯ জনে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছে ২০ লাখ ১৫ হাজার ৯৯৯ জন। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯ কোটি ৬১ লাখ ৩৬ হাজার ৪৭৩ জনে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও শনাক্তের হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস জানায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে। দেশটিতে ৮৯৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৮৩ লাখ ৮৭৬ জন। এ নিয়ে ভারতে এ পর্যন্ত মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৫ লাখ ২ হাজার ৯০৫ এবং ৪ কোটি ২২ লাখ ৭২ হাজার ১৪ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে রাশিয়া। দেশটিতে নতুন করে ১ লাখ ৮০ হাজার ৭১ জন শনাক্তের পাশাপাশি ৬৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাশিয়াতে মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা দাঁড়ালো যথাক্রমে ৩ লাখ ৩৫ হাজার ৪১৪ এবং ১ কোটি ২৮ লাখ ১০ হাজার ১১৮ জনে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ